

পার্বতীপুর-রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী বিজি ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় বিজি ওয়াগন বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে রেল স্টেশনে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেল স্টেশনে আটকা পড়ে।
পার্বতীপুর রেল স্টেশন সূত্র থেকে জানা যায়, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১ বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে মালবাহী উদ্ধার করে স্টেশনে নিয়ে যাওয়ার পথে আবার তা লাইনচ্যুত হয়।
ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, রেললাইনের স্লিপার পরিবর্তনের কাজ করায় ট্রেন লাইনচ্যুতের এ দুর্ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গতি কম ছিল।
রেল যোগাযোগ বন্ধ নিয়ে পার্বতীপুর রেল স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কাজ চলছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
মন্তব্য করুন


নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়ার জাহাজমারায় গত ৪ সেপ্টেম্বর আলোচিত
কামাল
মোল্লা
হত্যা
মামলার
প্রধান
আসামী
ফাহিমকে গ্রেফতার করেছে
হাতিয়া
নৌবাহিনীর একটি
আভিযানিক দল।
গেল রাতে বাংলাদেশ নৌবাহিনীর, হাতিয়া
কন্টিনজেন্ট এর
লেফটেন্যান্ট আল
মুমেনের নেতৃত্বে নৌবাহিনীর একটি
দল
গোপন
সুত্রের ভিত্তিতে জাহাজমারা আমতলীতে পূর্ব
শত্রুতার জেরে
বৃদ্ধা
আবুল
কালাম
মোল্লাকে হত্যার
প্রধান
আসামি
সন্ত্রাসী ফাহিমকে গ্রেফতার করা
হয়।
গত বুধবার (০৪
সেপ্টেম্বর) জাহাজমারা নতুন
সুখচর
আজিমনগর কামাল
মোল্লাকে পিটিয়ে
হত্যার
পর
৬
জন
আসামীকে গ্রেফতার করলে
প্রধান
আসামি
ফাহিম
ছিল
পলাতক।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান
আহমেদ
জানান,
উক্ত
হত্যাকাণ্ডে মোট
১৩
জনের
মধ্যে
প্রধান
আসামী
সহ
৭
জনকে
আটক
করা
হয়েছে
।
বাকীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান
রয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায়
চৌদ্দগ্রাম বাজার সংলগ্ন মহাসড়ক হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় মিয়াবাজার হাইওয়ে থানাধীন চৌদ্দগ্রাম বাজার সংলগ্ন এলাকা হতে মহাসড়কে থাকা অস্থায়ী স্থাপনা সমূহ উচ্ছেদ করা হয়।
এ সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম, কুমিল্লা হাইওয়ে সার্কেল এএসপি ও অফিসার ইনচার্জ মিয়াবাজার হাইওয়ে থানা উপস্থিত ছিলেন। এ ছাড়াও এই অভিযানে আরো উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর মেজর পদমর্যাদার অফিসার এর নের্তৃত্বে একটি টিম, এসি ল্যান্ড ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক :
শনিবার (২৯ নভেম্বর) সারাদিন সদর ও সদর দক্ষিণ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে মনিরুল হক চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া আয়োজন করা হয়।
সকাল ১০ টায় তিনি সদর দক্ষিণ উপজেলার বারোপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
পরবর্তীতে দুপুর ১২ টায় বিশ্বরোডস্থ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
বিকেলে গোলমার্কেট বড় মসজিদে আসরের নামাজ পড়ে মহানগর বিএনপি আয়োজিত দোয়া মিলাদে অংশ নেন। কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মোনাজাত করেন মনিরুল হক চৌধুরী। দেশনেত্রীর সুস্থতা কামনায় মোনাজাতে কাঁদলেন তিনি।
দোয়া মিলাদ শেষে নগরীর কাটাবিল, নুরপুর, গোলমার্কেট এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
দোয়া ও লিফলেট বিতরণে অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুল ইসলাম শিশির, সাবেক কাউন্সিলর সেলিম খান, খলিলুর রহমান মজুমদার, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পীসহ মহানগর ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।
মন্তব্য করুন


নিজস্ব প্রতিবেদক:
কবি সাহিত্যিকেরা বলে গেছেন, যদি কখনো মনের ব্যামো হয়, তাহলে আবহাওয়ার বদল করতে হয়। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাহিত্যের অঙ্গনে ছেলেমেয়েরা কবি সাহিত্যিকদের দেয়া সেই প্রেসক্রিপশনই অনুসরণ করলেন। তাইতো তারা নিয়মিত ক্লাস, এসাইনমেন্ট, পরীক্ষার একঘেয়েমি থেকে হাঁফ ছেড়ে বাঁচার জন্য বান্দরবানের প্রকৃতি থেকে ঢু মেরে আসলো।
গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাতে প্রকৃতির অনন্য নিদর্শন বান্দরবানের এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে শিক্ষাসফরের শুভকামনা এবং সাময়িক বিদায় জানাতে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে ১২ ফেব্রুয়ারি ভোরে শিক্ষাসফরের বাসটি বান্দরবান পৌঁছায়। সেখান তারা অপরূপ সৌন্দর্যে বেষ্টিত মেঘবাড়ি রিসোর্টে অবস্থান নেন। পাহাড় ঘেরা সবুজ মেঘের রাজ্যে সবাই মিলে একসাথে তাদের সকালের নাস্তা শেষ করেই তারা বেড়িয়ে পড়েন প্রকৃতির টানে। চাঁদের গাড়িতে করে পাহাড়ের বুক চিড়ে তারা ছুটে চলে নীলগিরি আর নীলাচলের দিকে। পথিমধ্যে তারা বিভিন্ন ঝর্ণা, এবং পাহাড়ী ছড়ার মায়াবী সৌন্দর্য উপভোগ করে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর কথা মাথায় রেখেই “considers man and nature as essentially adapted to each other, and the mind of man as naturally the mirror of the fairest and most interesting properties of nature.” তারা গিরিবালার সৌন্দর্য অবলোকন করেছেন, সেখানকার ইতিহাস আর সংস্কৃতি সম্পর্কে অবগত হয়েছেন। শুধু পাহাড় দেখেই তারা তৃপ্ত হয়নি, ফিরতি পথে তারা সমুদ্র সৈকতে (পতেঙ্গা সমুদ্র সৈকত) তাদের পদচিহ্ন এঁকে দিয়ে এসেছে।
মন্তব্য করুন


মন্তব্য করুন


মোঃ বিল্লাল হোসাইন, মুরাদনগর:
কুমিল্লা জেলার মুরাদনগরে গুনজর গ্রামে দাদীর জানাজা শেষে মোটরসাইকেল দূর্ঘটনায় নাতির মৃত্যু হয়েছে। মোটরসাইকেল দূর্ঘটনায় আরও একজন আহত হয়। নিহত মো. সাকিবুল হাসান (২১) উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়নের গুঞ্জর সরু মিয়া হাজী বাড়ির মো. মৃদন মিয়ার ছেলে।
বুধবার (৬ ডিসেম্বর) রাত ১০ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বাখরনগর ফুলমালা ব্রিকসের সামনে ভয়াবহ এ দূর্ঘটনাটি ঘটে।
উল্লেখ্য,সে দাদীর জানাজা পড়ার জন্য চট্রগ্রামের পতেংগা (তার কর্মস্থল) থেকে গতকালই এসেছিল।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মঞ্জুরুল আবছার বলেন, মোটরসাইকেল দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ ও আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন


মো: মাসুদ মিয়া ,কচুয়া:
জীবনযুদ্ধে হার না মানা এক যোদ্ধা আজগর হোসেন (৩০)। তিনি একজন দিনমজুর। দুর্ঘটনায় হারিয়েছেন একটি হাত। পুরো পরিবার এখন নির্ভরশীল তার এক হাতের ওপর। ঘরে ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে আজগর হোসেনের সংসার। তার আয়ে কোনোরকম চলছে পরিবারটি।
এলাকায় কাজ না থাকলেও বর্তমানে চাঁদপুরের কচুয়া উপজেলার বাঁচাইয়া মেসার্স এসএবি বিকস ফিল্ডে শ্রমিকের কাজ করের তিনি। ওই ইটভাটায় শ্রমিকের কাজ করে যে টাকা উপার্জন করেন, তা দিয়ে চলে পরিবারটি।
জানা যায়, ২০ বছর আগে ইটভাটায় এক দুর্ঘটনায় আজগর হোসেন হারিয়ে ফেলেন তার ডান হাতটি। এক হাত না থাকলেও জীবন সংগ্রামে ঠিকে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন তিনি। কোনো ভিক্ষাবৃত্তি না করে আত্মনির্ভরশীল হতে কাজ করছেন সে। তবে এমন বাস্তবতায় তিনি থেমে থাকেননি। এক হাত নিয়েই ধরেন সংসারের হাল। যদিও আগের চেয়ে তার উপার্জন কমেছে, তবুও পরিবারকে বাঁচাতে দিন রাত পরিশ্রম করে চলছেন আজগর হোসেন। আজগর হোসেন নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার চররশিদ গ্রামের অধিবাসী আব্দুল মালেকের ছেলে। বর্তমানে সে কচুয়ার বাচাঁইয়া ইটভাটায় শ্রমিকের কাজ করছেন।
শ্রমিক মো. আজগর হোসেন বলেন, আমার জায়গা জমি বলতে ভিটেমাটি ছাড়া কিছুই নেই। ২০০৫ সালে ইটভাটায় কাজ করতে গিয়ে দূর্ঘটনায় আমার ডান হাতটি নষ্ট হয়ে কাটা পড়ে । আমি এই এক হাত দিয়ে ইটভাটায় মাটি কাটা, ইট সারিবদ্ধ সহ বিভিন্ন কাজ করে থাকি। তবে আমার এক হাত নেই বলে আগের মতো কেউ আর কাজে নিতে চায় না। শরীরে যতক্ষণ দম আছে এক হাতেই কাজ করে যাব, তবুও ভিক্ষার মতো নিচু কাজ করব না।
অন্য শ্রমিকরা বলেন, আজগর হোসেন ও তার পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। এক হাতের ওপর চলছে পুরো সংসার। মেয়ে ও পরিবারের খরচ যোগান দিতে না পারায় মানবেতর জীবনযাপন করছেন তারা।
এ বিষয়ে মের্সাস এসএবি বিকস্ এর পরিচালক মো. এমরান হোসেন জনি বলেন, এ ইটভাটায় প্রায় শতাধিক শ্রমিক কাজ করে। কেউ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন। তারই মধ্যে আজগর হোসেন তার এক হাত নেই, তবুও তিনি কাজ করে যাচ্ছেন। তার মতো অন্যরা এভাবে কাজ করলেও হয়তো ভিক্ষাবৃত্তি রোধ করা যেত। আজগর হোসেন অনেক মানুষের অনুপ্রেরনা।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালিকাপুর কাজী
বাড়ি মাঠে এক প্রাণবন্ত নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা তথ্য
অফিস, কুমিল্লা।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় জেলা তথ্য
অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ
অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা তথ্য
অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পল্লী স্বাস্থ্য
উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী মাহতাব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কাজী আবুল
কালাম রতন, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদা আক্তার এবং
হাসমতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী পারভীন।
বক্তারা নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা,
সামাজিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন।
তারা বলেন, সরকারের তথ্য ও যোগাযোগ কার্যক্রমের মাধ্যমে
নারীদের এগিয়ে নেওয়ার প্রচেষ্টা আরও বেগবান হচ্ছে।
নারীদের সক্রিয় অংশগ্রহণে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে
সম্পন্ন হয়।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় জুলাই পুনর্জাগরণে অনুষ্ঠানমালার অংশ হিসেবে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে আলোচনা সভা, রক্তদাতাদের ডাটাবেস তৈরি ও ফ্রি মেডিকেল ক্যাম্প।
সোমবার (২৮ জুলাই) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা.আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা.এম এম হাসান, কুমিল্লা মহানগর ড্যাব সভাপতি ডাঃ এস এম তৌহিদুর রহমান, কুমিল্লা বি পি এম পি সভাপতি ডাঃ আবু তাহের মুহিত, কুমিল্লা এন ভি এফ সভাপতি ডাঃ জহিরুদ্দিন মোঃ বাবরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মন্তব্য করুন


ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে ফেসবুকে মন্তব্য (কমেন্ট) নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে গত রোববার (২ নভেম্বর) দুপুরে নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে। আহতরা সবাই ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
আহতরা হলেন— জাহিদুল ইসলাম সামিম (১৭), ইমরান হোসেন (১৮), আরমান হাসান (১৭), রাফি, আরাফাত ও অনিক। এদের মধ্যে সামিম, ইমরান ও আরমানকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সামিমের পেটে ও বুকে সাতটি, ইমরানের শরীরে ১৮টি এবং আরমানের শরীরে নয়টি সেলাই দিতে হয়েছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্থানীয় মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাহাত উদ্দিন ভূঁইয়া ও তার সহযোগীরা এ হামলার নেতৃত্ব দেন।
তারা জানান, কয়েকদিন আগে এক বন্ধুর জন্মদিন উপলক্ষে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়। সেখানে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ হোসেন, যিনি রাহাতের ছোট ভাই, একটি আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে ফাহাদ ফোনে বড় ভাই রাহাতকে বিষয়টি জানায়।
রবিবার দুপুরে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে প্রধান শিক্ষকের কক্ষে ডাকা হয়। কিন্তু এর মধ্যেই রাহাত ও তার কয়েকজন সহযোগী ছুরি, খুর ও ছাপাতি নিয়ে স্কুলে প্রবেশ করে হামলা চালায়। এতে অন্তত ছয়জন আহত হন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও অভিভাবকদের উপস্থিতিতে এক বৈঠক হয়। সেখানে প্রত্যেক আহতকে চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং মামলা না করার বিষয়ে আলোচনা হয়।
একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সভায় বলা হয় যেহেতু ঘটনাটি স্কুলের ভেতরে ঘটেছে, তাই বিষয়টি এখানেই মীমাংসা করা হোক। পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।”
আহত সামিম বলেন, “আমরা শুধু জানতে চেয়েছিলাম কেন বাজে মন্তব্য করেছ। কিন্তু স্কুলে গিয়ে উল্টো আমাদের ওপর হামলা চালানো হয়। পরে হাসপাতালে ভর্তি হতে গেলে বারৈয়ারহাট হাসপাতালে নেয়নি, শেষে ছাগলনাইয়ায় চিকিৎসা নিতে হয়।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, “সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকেই ঘটনাটি ঘটে। উভয় পক্ষের অভিভাবক ও পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়েছে। ফাহাদের বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নেবে।”
তবে আহতদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে তিনি অবগত নন বলে দাবি করেন।
ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফুল কবির বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্কুলের অফিস কক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত ছাত্রদল নেতা রাহাত উদ্দিন ভূঁইয়া বলেন, “ঘটনাটি ছোটদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও স্কুল প্রধান শিক্ষকের উপস্থিতিতে মীমাংসা হয়েছে। আমি কোনো হামলার নেতৃত্ব দিইনি।”
তবে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রতিবেদকের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, “বিষয়টি এখনো জানি না। এ ধরনের ঘটনা সত্য হলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন