গাইবান্ধার সাদুল্লাপুরে হোটেলের নাস্তার বিল চাওয়াকে কেন্দ্র করে গোলাপ মিয়া (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে পিস্তল দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল মালিকের ছেলে ও এক নারী কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- হোটেল মালিকের ছেলে অসীম মিয়া (১৭) ও নারী কর্মচারী সেলিনা বেগম (৪২)।তারা দুজন গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্ত গোলাপ মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে।